বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১৯ জিলকদ ১৪৪৪


গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন গাজী আতাউর রহমান


কাউসার লাবীব

কাউসার লাবীব
শেয়ার

গতকাল সম্পন্ন হলো দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটির নির্বাচন। নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে মেয়র পদে নির্বাচন করেন গাজী আতাউর রহমান। ভোটে আশা জাগানিয়া কিছু না করতে পারলে গাজীপুরে যে হাতপাখার ভোট ব্যাংক দিন দিন বাড়ছে তার জানান দিয়েছেন দলের এই জৈষ্ঠ নেতা। আগের নির্বাচনের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট এলে দিয়েছেন দলকে।

গতকালের ভোটের পর এই প্রথম নির্বাচন নিয়ে বার্তা দিলেন হাতপাখার এই মেয়র প্রার্থী।

নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি গাজীপুরের জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, অসংখ্য ধন্যবাদ গাজীপুরের  আমার প্রিয় ভাই-বোনদেরকে। বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের  যেসব ভাই-বোনেরা  গতকাল ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নিজ নিজ পছন্দের  প্রার্থীকে ভোট দিয়েছেন  তাদের সবাইকে  আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আরো পড়ুন>>> গাজীপুরে প্রায় দ্বিগুণ ভোট বেড়েছে চরমোনাই পীরের হাতপাখার

তিনি লিখেন, যারা আমাকে ভালোবেসে, আমার দলকে ভালোবেসে হাতপাখা প্রতীকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। শত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং নানাবিধ  অপপ্রচার সত্ত্বেও স্রোতের বিপরীতে গিয়ে যারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বলিষ্ঠ  নৈতিকতার পরিচয় দিয়েছেন, সেসব ভাইবোনদের জন্য আমি অন্তর খুলে দোয়া করছি; মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন।

ইসলামী আন্দোলনের এই নেতা লিখেন, যেসব ভাই-বোনেরা হাতপাখা প্রতীকের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী যারা নির্বাচনী কাজে রাত-দিন  অবর্ণনীয় পরিশ্রম করেছেন তাদের এই ত্যাগ-কুরবানী যেন মহান রাব্বুল আলামিন কবুল করেন এবং এই ত্যাগের বিনিময়ে যেন গাজীপুরে আগামী দিনে  ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে  মহান আল্লাহর কাছে এই ফরিয়াদ করছি।

আরো পড়ুন>>> গাজীপুরে জামানত হারাতে পারেন হাতপাখার মেয়রপ্রার্থী

সবশেষে তিনি লিখেন, গাজীপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুখ-সমৃদ্ধি ও কল্যাণে আরো বেশি কাজ করার জন্য আল্লাহ  আমাদেরকে তৌফিক দান করুন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ