বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১৯ জিলকদ ১৪৪৪


ইসলামী আন্দোলন মাধবদী থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬মে) সকাল ১০ টায় মাধবদীর আটপাইকা মার্কায মাদ্রসায় কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মাধবদী থানা সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। এসময় তিনি আরও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব  চরমোনাই এর দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌছে দিতে হবে। বক্তৃতা শেষে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং কমিটিতে থাকা সকল দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওসার আহমাদ ভূঁইয়া,  এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুসা বিন কাশীম ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূইয়া। 

পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলো যারা:

সভাপতি-আলহাজ্ব ক্বারী আবুল কাশেম, সহ-সভাপতি- মাএলানা রুহুল আমিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, আব্দুল আওয়াল মুন্সি, সেক্রেটারি- মাস্টার আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি- ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ভূঁইয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি-মুফতি আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক- আব্দুর রহমান আরিফ, প্রচার ও দাওয়া সম্পাদক-মুফতী শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক - মোস্তফা কামাল, অর্থ ও প্রকাশনা সম্পাদক - আব্দুল হালিম যশোরী, প্রশিক্ষণ সম্পাদক - মাওলানা আল আমীন সিদ্দিকি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক - আবুজর মুন্সি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক - মাওলানা ইয়াকুব ইসলামপুরী, আইন ও মানবাধিকার সম্পাদক - মো. ইবরাহীম মিয়া, কৃষি ও শ্রম সম্পাদক - আব্দুল ওয়াদুদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক - মো. নজরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক - আহসানুল্লাহ মেম্বার, মুক্তিযুদ্ধ সম্পাদক - আলহাজ্ব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান,  সংখ্যালঘু সম্পাদক - মাস্টার তরিকুল ইসলাম দেলোয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক - আবু বকর সিদ্দিক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক - ডা. দেলোয়ার,  সহ সাংগঠনিক সম্পাদক - আব্দুল মতিন, সহ প্রচার ও দাওয়া সম্পাদক - আব্দুল্লাহ আল মামুন, সহ দপ্তর সম্পাদক - মাস্টার মনিরুজ্জামান মনির, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক - আবু বকর সিদ্দিক বাবু, সহ প্রশিক্ষণ সম্পাদক - মাওলানা ইলিয়াছ মোল্লা,  সদস্য - মাওলানা শফি উদ্দিন, মাওলানা ওসমান গণি, আলহাজ্ব ইউনুস ভূইঁয়া, মুহাম্মাদ ইসমাইল হোসেন, মাস্টার আব্দুল মোমেন, মোকসেদ মাস্টার,  আলহাজ্ব বাবুল মিয়া, মুহাম্মাদ নাজমুল হাসান।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ