বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১৯ জিলকদ ১৪৪৪


নো-ফ্লাই লিস্টে ইমরান খান-বুশরা বিবিসহ পিটিআইয়ের ৬০০ নেতা


আওয়ার ইসলাম ডেস্ক :

আওয়ার ইসলাম ডেস্ক :
শেয়ার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবিসহ পিটিআইয়ের ৬০০ নেতার নাম নো-ফ্লাই লিস্টে রাখা হয়েছে। এর অর্থ ইমরান খান, বুশরা বিবিসহ এসব নেতাকর্মীরা বিদেশ যেতে পারবেন না। 
 
সরকারি তদন্ত দলের (ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি) বরাতে স্থানীয় গণমাধ্যম জিও এই খবর দিয়েছে। তবে ইমরান খানকে নো-ফ্লাই তালিকায় যুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি।
 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন,  ৯ মে সংঘটিত ঘটনার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) সরকার নিষিদ্ধ করার কথা ভাবছে।
 
বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে অবশ্যই পর্যালোচনা চলছে।
 
খাজা আসিফ গত ৯ মে পাকিস্তানজুড়ে সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইমরান খানের পরিকল্পনা অনুযায়ী ‘সমন্বিত হামলা’ হয়েছে। 
 
-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ