বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১১ জিলকদ ১৪৪৪


ঘুর্ণিঝড় মোখা ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি ইউসুফ সুলতান ||

ঘুর্ণিঝড় মোখার আঘাত হানার প্রবল সম্ভাবনা এবং পরবর্তীতে দুর্বল হয়ে যাওয়া বিষয়ে কয়েকটি মন্তব‍্য:

১. প্রথমত, সকল আবহাওয়াবিদের নিরলস পরিশ্রমকে সবাই এপ্রিশিয়েট করি। নেক নিয়তে করলে দুনিয়ার সম্মানের পাশাপাশি ইনশা'আল্লাহ আখিরাতেও সবাই উত্তম পুরস্কার পাবেন।

২. পার্থিব সকল পূর্বাভাস আল্লাহ রাব্বুল আলামীনের সিদ্ধান্তের কাছে পরিবর্তন হতে বা‍ধ‍্য। সকল পরিসংখ‍্যান, স্ট‍্যাটিস্টিক্স, পূর্বাভাস ইত‍্যাদি - যত প্রবলই হোক, কেবল 'সম্ভাবনা'-ই বুঝায়। সম্ভাবনা ৯৯% হলেও তা কেবলই সম্ভাবনা, 'ইয়াক্বীন' বা 'নিশ্চিত জ্ঞান' নয়। কাজেই, আমাদের কথায় ও লেখায় যেন কখনো এমন প্রকাশ না পায় যে আমরা 'নিশ্চয়তার' কথা বলছি।

৩. সম্ভাবনা প্রবল থাকার পরও, আমাদের করণীয় বান্দা হিসেবে সকল উপকরণ, সতর্কতা ও প্রস্তুতি নেয়া। এবং দিনশেষে, অবশ‍্যই রাব্বুল আলামীন আল্লাহর কাছে দুয়া করা, রোনাজারি করা। যেন তিনি আমাদের দুনিয়ার তাবৎ মুসীবত থেকে রক্ষা করেন। মুসীবতে/ দুর্যোগে কোনো আনন্দ নেই, কারো কান্নায় আমাদের কোনো হাসি নেই।

৪. প্রবল সম্ভাবনা সত্ত্বেও দুর্যোগ না আসলে তা 'একমাত্র' আল্লাহর রহমত ও দয়া। তিনিই সকল প্রশংসার যোগ‍্য। আলহামদুলিল্লাহ। যারা দুর্যোগের ব‍্যাপারে সতর্ক করেছেন, যারা নানাভাবে প্রচেষ্টা করেছেন, সবাই যার যার শ্রম ও নিয়ত অনুযায়ী দুনিয়া-আখেরাতে পুরস্কার পাবেন। আমরা যেন তাদের ট্রল-অসম্মান না করি।

আসুন সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদের জনপদকে সকল মুসীবত-দুর্যোগ থেকে হেফাজত করুন। আমীন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ