|| সাইমুম সাদী ||
আভ্যন্তরীণ বিরোধ নিয়ে ইসলাম বিরোধী শিবিরে কি পরিমাণ হাসাহাসি চলে, আনন্দের বন্যা বয়ে যায় যদি দেখতেন তাহলে কখনো এসব নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করতেন না। ওদের কয়েকটা মেসেঞ্জার গ্রুপে এক ভাইয়ের মাধ্যমে ঢুকে দেখে অবাক হয়ে গেলাম।
এই যে সোশ্যাল মিডিয়া সেটা তো আপনার না। আপনি তৈরি করেননি। একটা গরুর হাটে যেমন সবাই যায় তেমনি এই মিডিয়ায় সবাই আসে৷ দেখে। আপনি সোশ্যাল মিডিয়া গরম করে আরামে গেলেও আপনার বিরোধীরা ঘুমোয় না। তারা নতুন করে পরিকল্পনা তৈরি করতে সচেষ্ট হয়। আপনাকে কিভাবে দাবিয়ে রাখা যায় তার প্ল্যান তৈরির চেষ্টা করে। আপনার গ্রুপিং পর্যালোচনা করে আপনার কণ্ঠ থামিয়ে দেওয়ার চেষ্টা চলে হরদম।
আপনি জানেন না, খবর রাখেন না, তাই বেখবর থাকেন। আপনার বিরোধ আপনার ঘরেই মিটিয়ে ফেলুন। না পারলে চুপ থাকুন। এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার প্রয়োজন নেই। আহলে হকের আওয়াজ বুলন্দ করতে গিয়ে উম্মাহর ক্ষতি করবেন না৷ প্রয়োজনে আওয়াজ অফ রাখুন।
কেএল/