|| মুফতি শামসুদ্দোহা আশরাফী ||
অনলাইনে একটি ভিডিও আলোচনার অংশ বিশেষ দেখলাম। যেখানে অংশগ্রহণকারী একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ নিয়ে বলছেন তারা ব্যতীত বাকী সবাই বিক্রি হয়ে গেছে! আমি তার এ কথার সাথে দ্বীমত পোষণ করছি। এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করবো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হবে।
সুনিশ্চিত কোন তথ্যপ্রমাণ বিহীন ধারণাপ্রসুত এধরণের বক্তব্য /দাবীই আজকে ইসলামীপন্থীদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কাছাকাছি আসতে/ এক হতে দিচ্ছে না। কারো সাথে মত ও চিন্তার ভিন্নতা হলেই তাকে বিক্রিত মনে করা/দালাল মনে করার এ নোংরা মানসিকতা যতক্ষণ না দূর হবে ততক্ষণ ভাল কোন ফলাফল আশা করা যায় না।
ইসলামপন্থীদের মধ্যকার দূরত্ব কমিয়ে কাছাকাছি আসতে হলে পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। এক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ কর্মপন্থার পাশাপাশি অন্যদের কর্মপন্থা বুঝার চেষ্টা করতে হবে। সন্দেহ, সংশয়, ভুল ধারণা, অপবাদ,মিথ্যাচার এসব থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন, এক ও নেক করে দেন। আমিন।
কেএল/