উবায়দুর রহমান খান নদভী
নিজের ভুলত্রুটি ও দোষগুলো সম্পর্কে মানুষ নিজেই সবচেয়ে বেশি জানে। আমিও এমনই। এরপরও আত্মীয় পরিজন বন্ধু সুহৃদ ও নিকটজনদের কিছু মানুষ থেকে নিজের দোষত্রুটি দুর্বলতা সম্পর্কে জানতে চেয়ে যে উপকারটি আমার হয়েছে, তার জন্য আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। তারা সবাই দয়া করে আমাকে আরো অধিক দোষমুক্ত ও উত্তম আচরণওয়ালা হওয়ার পথে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন।
এখন কয়েক বছর ধরে আমি নিজের দোষত্রুটি দুর্বলতা দূর করার চেষ্টারত থাকি। সংশোধন ও অনুতাপের চিন্তায় লেগে থাকি। নিজের দোষত্রুটি খুঁজে দেখায় ব্যস্ত থাকায় অন্যের দোষ খোঁজার সময় পাই না। বহুবছরের অনুশীলনে এখন অন্যের মাঝে আর দোষ খুঁজে পাই না।
মানুষের প্রতি সুধারণা আমাকে স্বস্তি দেয়। এতে মন ভালো থাকে। কারো মধ্যে কোনো সমস্যা দেখলে একশ একটি ব্যাখ্যা দিয়ে এটি উপেক্ষা করার চেষ্টা করি। এখন আমি নিজের দোষ দেখেই সময় পাইনা, অন্যের দোষ দেখব কখন?
কেএল/