|| শায়খ আহমাদুল্লাহ ||
বিদায়ের দ্বারপ্রান্তে প্রিয় রমযান৷ সান্ত্বনার কথা হলো, মাগফিরাত ও ক্ষমার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আসুন, অবশিষ্ট সময়গুলো সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি৷
আজ প্রধান সম্ভাব্য কদরের রাতগুলোর একটি৷ এই রাতে সাধ্য অনুযায়ী ইবাদতে মশগুল হই। একে অন্যের কল্যাণের জন্য দোয়া করি৷ আমাদেরকেও আপনাদের দোয়ায় শামিল রাখবেন৷
কেএল/