রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ৮ জিলকদ ১৪৪৪


ব্রাডফোর্ডে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নর্থ ইংল্যান্ডের ব্রাডফোর্ড ও লীডস শাখার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক ও লীডস শাখার সভাপতি মাওলানা সৈয়দ মশহুদ হুসেনের সভাপতিত্বে ও ব্রাডফোর্ড শাখার‌ সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য ইমাম মাওলানা ফরিদ আহমদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদ সদস্য ও ব্রাডফোর্ড তাওয়াক্কুলিয়া মসজিদের ইমাম শায়খ মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস‌ যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও ব্রাডফোর্ড শাখার‌ সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম,  প্রবিণ জমিয়ত নেতা মাওলানা আবু তাহের ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক ও লিডস শাখার সেক্রেটারি মাওলানা ছাদিকুর রহমান,মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মারুফ আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আশরাফ মাওলা, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা সুলাইমান আহমদ, প্রমূখ।

মতবিনিময় সভায় আগামী ৪ জুন (রোববার) বার্মিংহামে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ