রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ৮ জিলকদ ১৪৪৪


ইউকে জমিয়তের নিউহাম শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নিউহাম শাখার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরে ক্যামব্রিজ এবং লেস্টার এর বিভিন্ন মসজিদ- শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৮ মে সোমবার আয়োজিত এই শিক্ষা সফরে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শিক্ষা সফরে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে শাখার সভাপতি ড. মাওলানা শুয়াইব আহম, জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাহেবজাদা শায়খে হবিগঞ্জী রহমাতুল্লাহি আলাইহি হাফিজ মাওলানা মাসরুরুল হক, ইউকে জমিয়তের সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ, ইউকে জমিয়তের ট্রেজারার ও লন্ডন মহানগর জমিয়তের সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও নিউহ্যাম শাখার সহ সভাপতি মাওলানা মঈন উদ্দিন খান, ইউকে জমিয়তের প্রচার সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক ও হ্যাকনী জমিয়তের সেক্রেটারি হাফিজ রশিদ আহমদ, নিউহ্যাম জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার, নিউহ্যাম জমিয়তের সহ সভাপতি জনাব হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা খালিদ আহমদ, ইউকে জমিয়তের সদস্য হাফিজ মিফতাহুর রহমান, হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, নিউহ্যাম শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ আফসার আলী, মোহাম্মদ আফজল প্রমুখ।

কাফেলায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ প্রথমে কামব্রীজ সেন্ট্রাল মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং নামাজের পর ক্যামব্রিজ ইসলামিক কলেজ পরিদর্শন করেন এবং কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। ক্যামব্রিজ ইসলামিক কলেজ থেকে নেতৃবৃন্দ লেস্টারের উদ্দেশ্যে রওয়ানা হন এবং লেস্টার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং শেখ ইমরান বিন আদমের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। লেস্টার জামে মসজিদ থেকে  জমিয়ত নেতৃবৃন্দ ইসলামিক দাওয়া সেন্টার লেস্টারের প্রতিষ্ঠাতা ব্রিটেনের শীর্ষ আলেম ও বুজুর্গ হযরত মাওলানা ছালীম দাওরাত এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শায়খ ছালীম দাওরাত ওলামায়ে কেরামের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত করেন এবং তার লিখিত বিভিন্ন কিতাব ওলামায়ে কেরামকে হাদিয়া স্বরুপ পেশ করেন।

ইসলামিক দাওয়া সেন্টার এ মাগরিবের নামাজ আদায় করে জমিয়ত নেতৃবৃন্দ লেস্টার আল ইহসান একাডেমিতে তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হিফজুল করীম মাশুক জমিয়ত নেতৃবৃন্দ কে স্বাগত জানান। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা পেশ করেন এবং বিশেষভাবে আল ইহসান একাডেমীর প্রতিষ্ঠাতা মুফতি হিফজুল করিম মাশুক এবং তার সাথীদের বিভিন্ন দ্বীনি খেদমতের প্রশংসা করেন এবং এই সেন্টারের উন্নতি অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ