বিশ্বনন্দিত আলেমে দ্বীন জাস্টিজ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর সঙ্গে দেখা করেছেন ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ বাংলাদেশি আলেম মুফতি ইউসুফ সুলতান।
আজ রোববার (৭মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন। যে পোস্টে চেকইন দেয়া ছিল বাহরাইন।
পোস্টে তিনি লিখেন, ‘স্বপ্ন নাকি বাস্তবতা! আলহামদুলিল্লাহ আমাদের শায়খ, আধুনিক ইসলামী অর্থনীতির পুরোধা ব্যক্তিত্ব, মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহর সঙ্গে মিনিট পাঁচ কথা বলার সুযোগ হলো। প্রতিষ্ঠানগুলোর (IFA Consultancy - IFAC, Centre for Islamic Economics Studies - CIES, Adl Advisory) কথা বলে দুয়া চাইলাম। জানালাম যে, জামিয়া মালিবাগে এবং বসুন্ধরায় তিনি এসেছিলেন এবং তাঁর কথায় অনুপ্রাণিত হয়েই আজ এ পথে আমরা। অনবরত যিকিররত হযরত অনেক দুয়া করলেন। আল্লাহুম্মা লাকাল হামদ।’
এরপর তিনি ছবির ক্যাপশনে লিখেন, ‘এই ছবিগুলো দ্বিতীয়বার দেখা করার সময় নেয়া। আল্লাহ শায়খকে হায়াতে তাইয়্যেবাহ দান করুন। আমীন।’
প্রসঙ্গত, মুফতি ইউসুফ সুলতান ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ বাংলাদেশি আলেম। তিনি আদল এডভাইজরি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা, আইএফএ কন্সালটেন্সি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা, মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর পরিচালক এবং জামিয়া শারইয়্যাহ মালিবাগের সাবেক সহকারী মুফতি।
কেএল/