বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১৯ জিলকদ ১৪৪৪


কিশোরগঞ্জের ‘সখি সিনেমা হল’ এখন মহিলা মাদরাসা


আওয়ার ইসলাম ডেস্ক :

আওয়ার ইসলাম ডেস্ক :
শেয়ার

কুমিল্লার মুরাদনগরের লাকি সিনেমা হল, ঈশ্বরদী সিনেমা হলসহ দেশের সিনেমা হলগুলো ক্রমে পরিণত হচ্ছে মাদরাসা মসজিদে। এতে অত্যন্ত খুশি স্থানীয়রা।

বড় পর্দায় সিনেমার জৌলুস হারানোর পর থেকেই দেশে একের পর এক বন্ধ হতে থাকে সিনেমা হল। এসব সিনেমা হলের ভবনগুলো ব্যবহার করে দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান ও মাদরাসাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

এবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জনপ্রিয় 'সখি সিনেমা' হলের ভবনটিও রুপান্তরিত হলো একটি মহিলা মাদরাসায়। 

দীর্ঘদিন ওই হলে কোনো সিনেমা না চলায় অব্যবহৃত ওই ভবনটি ভাড়া নিয়ে এখন মাদরাসার কার্যক্রম চালাচ্ছেন একজন আলেম। এতে এলাকার মানুষও খুশি। তাদের সন্তানদের দীন শেখাতে পারছেন। উপজেলার মাওলানা কামরুল ইসলাম হুসাইনী এ মাদরাসা প্রতিষ্ঠা করেন। 0

জানা যায়, প্রায় তিন যুগ আগে প্রতিষ্ঠিত সখি সিনেমা হলটি ওই অঞ্চলের সিনেমা প্রেমীদের নিকট বেশ জনপ্রিয় ছিল। সিনেমা চলার সময় মাত্র একটি টিকিটের জন্য চলতো হাহাকার। ঈদ, দুর্গাপূজা, অষ্ঠমী ও পহেলা বৈশাখ-সহ বিভিন্ন অনুষ্ঠানে সিনেমা প্রেমীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হতো মালিক পক্ষকে। দেশের চলচ্চিত্র ডিজিটাল হওয়ার পর পুরাতন মেশিন, পুরাতন আসনসহ বিভিন্ন সংকটে বন্ধ হয়ে যায় সিনেমা হলটি।

পুনরায় হলটি পুনঃসংস্কার হলেও এটি জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। কয়েকদিন সিনেমা শো চললেও দর্শক না থাকায় এটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 

মাদরাসাটির প্রতিষ্ঠাতা মাওলানা কামরুল ইসলাম হুসাইনী জানান, দীর্ঘদিন সিনেমা হলের ভবন অব্যবহৃত ছিল। মালিকের সঙ্গে কথা বলে মাদরাসার জন্য ভাড়া নিয়ে নিলাম। যেখানে আগে সিনেমা চলতো এখন সেখানে কুরআন তেলাওয়াত চলবে। মানুষ কুরআনের আলো পাচ্ছে। 

এটি/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ