|| মুহাম্মদ রাজ ||
মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী রহ. সারাজীবন আধ্যাত্মিক সাধনা, ইসলামি রাজনীতি, জ্ঞান চর্চা ও শিক্ষাবিস্তারে কাজ করে গেছেন সারাজীবন। তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দেওবন্দি আলেম বিবেচনা করা হয়।
মাজাহির উলুম সাহারানপুর ও দারুল উলুম দেওবন্দে শিক্ষা অর্জন করে দেশে ফিরে তিনি দেওবন্দের নকশায় বড় কাটরা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, মাদ্রাসায়ে নূরিয়া প্রতিষ্ঠা করেন। সারা দেশে হাজার হাজার হাফেজী ও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল।
তিনি আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন। আধ্যাত্মিক সংগঠন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল। তার শিষ্যদের মধ্যে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক, মাওলানা সৈয়দ ফজলুল করিম, মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আবদুল হাই পাহাড়পুরী অন্যতম।
একনজরে হযরত হাফেজ্জী হুজুর রহ.
নাম: মুহাম্মদুল্লাহ হাফেজ্জী
উপাধী: আমীরে শরিয়ত
জন্ম: ১৮৯৫ (লুধুয়া, রায়পুর)
মৃত্যু: ৭ মে ১৯৮৭ (বয়স ৯১–৯২) (সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা)
সমাধিস্থল: মাকবারায়ে হাফেজ্জী হুজুর, কামরাঙ্গীরচর, ঢাকা।
জাতীয়তা: ব্রিটিশ ভারত (১৮৯৫ – ১৯৪৭), পাকিস্তান (১৯৪৭ – ১৯৭১), বাংলাদেশ (১৯৭১–১৯৮৭)।
রাজনৈতিক দল: বাংলাদেশ খেলাফত আন্দোলন।
দাম্পত্য সঙ্গী: সিদ্দিকা খাতুন, খাদিজা খাতুন।
সন্তান: ৪ ছেলে ও ৬ মেয়ে
প্রাক্তন শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, মাজাহির উলুম সাহারানপুর ভারত।
পিতামাতা : ইদ্রিস (পিতা), খাদিজা (মাতা)।
ফিকহশাস্ত্র: হানাফি
উল্লেখযোগ্য কাজ: জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা। জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। জামিয়া নূরিয়া ইসলামিয়া। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত আন্দোলন। সম্মিলিত সংগ্রাম পরিষদ।
উল্লেখযোগ্য উস্তাদ: মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহ., মাওলানা ইজাজ আলী আমরুহী রহ., কারী মুহাম্মদ তৈয়ব রহ., মাওলানা বদরে আলম মিরাটি রহ.।
কেএল/