বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১৯ জিলকদ ১৪৪৪


জেলা ও উপজেলা ভিত্তিক ডিলার নিয়োগ দিচ্ছে আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্


আওয়ার ইসলাম ডেস্ক :

আওয়ার ইসলাম ডেস্ক :
শেয়ার

জেলা ও উপজেলা ভিত্তিক ডিলার নিয়োগ দিচ্ছে নির্মলতা ও বিশুদ্ধতার প্রতীক আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্। বিএসটিআই কর্তৃক মান নিয়ন্ত্রিত ও অনুমোদিত আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্ এর কনজুমার পণ্যসমূহ বাজারজাত করতে (জেলা ও উপজেলা ভিত্তিক) ডিলার দেওয়া হচ্ছে। 

আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর হাকীম মুহাম্মাদ আজহারুল ইসলাম নোমানী বলেন, আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টসের উদ্দেশ্য হলো সুন্নাতের নববীর উপর আমলের মাধ্যমে একনিষ্ঠ চিন্তার উন্মেষ ও কর্ম বিকাশের প্রচেষ্টা। আর দেশীয় পণ্য ও ফলের যথাযথ বিপনন। যেনো দেশীয় কৃষকরা তাদের শ্রমের ও ফসলের যথাযথ মূল্য পান। 

তিনি আরো বলেন, ব্যবসাটাকে আমি রাসুল সা. এর একটা বিশেষ সুন্নাহ হিসেবে মনে করি। আমি নিজে যত্নবান হই অন্যকেউ এ সুন্নাহ সম্পর্কে উৎসাহিত করি। আমি শুরু থেকেই চাই আলেমরা খুব বেশি এ সুন্নাহে আসুক। আলেমরা এ সুন্নাহ বেশি বেশি করলে দেশের যেমন উন্নতি হবে ঠিক তেমন দেশ থেকে দুর্নীতি পরায়ণ ব্যবসায়ীদের দৌরাত্ব কমে আসবে। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলবে। আমি চাই আলেমরা বেশি বেশি এ সুন্নাহয় আসুক। 

তিনি আরো বলেন, আমাদের  আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্ এর প্রতিটি পণ্য অর্গ্রানিক ও নেচারাল। আমি হাকিম হিসেবে আচারও তৈরি করি। এগুলোতে কোনো ধরণের ফুড কালার ব্যবহার করি না। আমি আলহামদুলিল্লাহ ইউনানীর উপর চার বছরের পড়াশোনা করেছি। আমি নিজের হাতে তৈরি করি আমাদের প্রোডাক্টগুলো। আমাদের তৈরি আচারগুলোতে ঘানিভাঙ্গা সরিষার তৈল ব্যবহার করা হয়। আর মিষ্টি আচারগুলোতে খেজুরের গুড় ব্যবহার করে থাকি। আমি চাই আমার শত শত রাতজাগা কষ্টের ফসল, অনেক চোখের অশ্রুর বিনিময়ে সাজানো এ আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্ এ আলেমদের অংশগ্রহণ থাকুক। আমি চাই আলেমরা বেশি বেশি আমার এ উদ্যোগের সহায়ক হোক। তারা আমাকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে এটাই আমি কামনা করি। আল্লাহ তায়ালা আমাদের এ উদ্যোগকে সফল করুন। আমিন। 

আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্ এর আমাদের পণ্যসমূহ
আল-হিকমাহ্ তেঁতুল চাটনি
আল-হিকমাহ্ বরই চাটনি
আল-হিকমাহ্ আমলকি চাটনী
আল-হিকমাহ্ মিক্সড চাটনী
আল-হিকমাহ্ জলপাই আচার 
আল-হিকমাহ্ আমের আচার 
আল-হিকমাহ্ কাশ্মীরি মিক্সড 
আল-হিকমাহ্ কাঁচা মরিচের আচার
আল-হিকমাহ্ জয়তুনের চাটনী 
আল-হিকমাহ্ রসুনের আচার 
আল-হিকমাহ্ খেজুরের আচার 
আল-হিকমাহ্ ত্বীনের আচার
আল-হিকমাহ্ প্রাকৃতিক মধু (সুন্দরবনের)
আল-হিকমাহ্ সরিষা ফুলের মধু
আল-হিকমাহ্ বরই ফুলের মধু
আল-হিকমাহ্ লিচু ফুলের মধু
আল-হিকমাহ্ কালোজিরা ফুলের মধু
আল-হিকমাহ্ কালজিরা তেল
আল-হিকমাহ্ তিল তেল
আল-হিকমাহ্ জয়তুন তেল
আল-হিকমাহ্ নিম তেল
আল-হিকমাহ্ ঘরের ঘি 
আল-হিকমাহ্ সরের ঘি
আল-হিকমাহ্ বুম্বাই(নাগা) মরিচের আচার 
আল-হিকমাহ্ আলু বোখারার চাটনী
যোগাযোগ:-গুণগত মানের দেশজ পণ্যের সমাহার আল-হিকমাহ্ ফুড প্রোডাক্টস্ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৮২১-৩৬৪৮৮৭

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ