রাজধানীর সুপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া মাদরাসায় ২ পদে ২ জন শিক্ষক নিয়োগ দেবে কর্তৃপক্ষ।
আজ শনিবার (২০ মে) মাদরাসার মুহতামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়ে জানানো হয়।
১. পদের নাম: মুদাররিস পদসংখ্যা: ০১ জন। শিক্ষাগত যোগ্যতা: তাকমিল/ইফতা (ন্যূনতম ১ম বিভাগে পাশ) । অবিজ্ঞতা ও যোগ্যতা সম্পূর্ণ শিক্ষককে আকর্শনীয় বেতন দেওয়া হবে।
২. পদের নাম: হাফেজ শিক্ষক: পদসংখ্যা: ০১ জন। শিক্ষাগত যোগ্যতা: বেফাক বোর্ডে (ন্যূনতম ১ম বিভাগে পাশ)। অবিজ্ঞতা ও যোগ্যতা সম্পূর্ণ শিক্ষককে আকর্শনীয় বেতন দেওয়া হবে।
দ্রষ্টব্য-
সনদপত্রসহ স্বহস্তে লিখিত দরখাস্ত আগামী ২৩-০৫-২০২৩ ইং মঙ্গলবার বিকাল ৪ টায় স্বশরীরে মাদরাসার অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ : জামিয়া ফারুকিয়া মাদরাসা, সেকশন-১০, ব্লক-এ, লেন-১৭, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৯১৬২৬৭৩৭৪
টিএ/