বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ ।। ১৯ জিলকদ ১৪৪৪


রাসুলের আদর্শ অনুসরণেই পরিশুদ্ধ সমাজ গঠন সম্ভব


শাব্বির আহমেদ খান

শাব্বির আহমেদ খান
শেয়ার

ছোট্ট এই জীবনে চাওয়া-পাওয়ার শেষ নেই। টাকা-পয়সা, গাড়ি-বাড়ি ও নারী সব চাই আমাদের। এই চাওয়া-পাওয়াগুলো এড়িয়ে রাসুলের আদর্শ অনুসরণকরে জীবন পরিচালনা করতে পারলেই জীবন সুন্দর। 

তবে এই ‘পাঁচটি’র মাঝে একটি খুব প্রয়োজন পড়ে। কোটিপতির জীবনে যেমন প্রয়োজন আছে, একজন মিসকিনের জীবনেও প্রয়োজন আছে।তা হলো ‘নারী।’

নারী মা। নারী বোন। নারী স্ত্রী। নারী মেয়ে। তবু তাদের প্রাপ্য সম্মানটুকু দিই না আমরা।

রাস্তা-ঘাটে, অফিসে-বাসে সব জায়গায় নারীরা ‘যৌন হয়রানির’ শিকার। কাঁচা চুলের যুবক যেমন ‘নারীর শরীরের ঘ্রাণ’ নিতে মরিয়া, তেমনি পাকা চুলের ‘ষাটোর্ধ’ বাবার বয়সিও মরিয়া।

একমাত্র কুরআন-হাদিসের শিক্ষা না থাকার কারনে এই রোগ মহামারী আকার ধারণ করেছে। সমাজের পরতে পরতে এই মহামারী ছড়িয়ে পড়েছে। সমাজ থেকে এই মহামারী দূর করতে হলে, কুরআন-হাদিসের শিক্ষাকে নিশ্চিত করতে হবে আমাদের। গুম-খুন-লুটতরাজ সমাজে সয়লাব। আল্লাহর শিক্ষা বিমুখ ও রাসুলের আদর্শ থেকে বিমুখ হওয়ার কারনেই সমাজে এতো অন্যায়-অত্যাচার।

এই মহামারী থেকে পরিত্রাণ পেতে চাইলে, সমাজকে, সমাজের প্রতিটি মানুষকে কুরআন হাদিসের আলোয়ে হতে হবে পরিশুদ্ধ।

সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা মুক্ত দেশ ও রাষ্ট্র গঠন করতে চাইলে রাসুলের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা জানতে হবে। শিখতে হবে। বাস্তবায়ন করতে হবে।

সিরাতে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার-প্রসার করতে হবে; যাতে প্রতিটি মানুষ রাসুলের সিরাত সম্পর্কে জানতে পারে। রাসুলের জীবন ব্যবস্থা থেকে শিক্ষা অর্জন করতে পারে। তবেই পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব।

কেএল/


সম্পর্কিত খবর