|| মুফতি যুবাইর মাহমুদ রাহমানি ||
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরিয়তের দলিল, এ কথার প্রমাণ কুরআনে কারিমে বিদ্যমান রয়েছে। যদি আহলে কুরআন ভাইয়েরা প্রকৃত অর্থে কুরআনকে মানেন, তাহলে তাদের হাদিসকেও মানতে হবে। কারণ, কুরআনে কারিমে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে।
পক্ষান্তরে যদি আহলে কুরআন ভাইয়েরা কুরআনের আংশিক মানেন আর আংশিক না মানেন, তবে তারা নিজেদের আহলে কুরআন হওয়ার দাবি করতে পারেন না। আমরা নিচে কুরআনে কারিম থেকে কিছু প্রমাণ পেশ করছি।
হাদিস দলিল হওয়ার প্রমাণসমূহ:
১. আল্লাহ তায়ালা বলেন, ثم إن علينا بيانه
অতঃপর তার ব্যাখ্যা করার জিম্মাদারি আমার। (সুরা কিয়ামাহ ১৯) অর্থাৎ নাজিলকৃত কুরআনি ওহির ব্যাখ্যার জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন।
সুরা নাহলে ৪৪ নং আয়াতে তাআলা ইরশাদ ফরমান, وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم আমি এই কুরআন আপনার প্রতি নাজিল করেছি। যাতে যা তাদের প্রতি নাজিল হয়েছে, আপনি তা তাদের স্পষ্ট করে বুঝিয়ে দেবেন। আয়াতদুটি মিলিয়ে পড়লে এ কথা স্পষ্ট যে, আল্লাহ তায়ালা যে বয়ান বা ব্যাখ্যার জিম্মাদারি নিয়েছেন, তা পরিপূর্ণ করবেন রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা আল্লাহরই ব্যাখ্যা হবে। আর এটা তখনই সম্ভব, যখন তিনি কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ ওহির মাধ্যমে করবেন। অন্যথায় তাকে কিভাবে আল্লাহর বয়ান বলা হবে? (বিস্তারিত জানতে দেখুন মুফতি সাইদ আহমাদ পালনপুরি রহ.কৃত তুহফাতুল আলমায়ি ১/৪৭)
২. সুরা নাজমের শুরুতে আছে, وما ينطق عن الهوى إن هو إلا وحى يوحى তিনি নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না, বরং তার বক্তব্য শুধুই ওহি, যা প্রত্যাদেশ হয়।
এ আয়াতে স্পষ্ট যে, নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, তা তাঁর প্রতি নাজিলকৃত ওহি। সুতরাং সমস্ত হাদিস হওয়ার বিষয়টি সুপ্রতিষ্ঠিত ও সুপ্রমাণিত।
৩. সুরা হাশর ৭ নং আয়াতে আছে, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا অর্থাৎ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের প্রদান করেন, তা গ্রহণ কর। আর যা থেকে তোমাদের বারণ করেন, তা হতে তোমরা বিরত থাক।
এ আয়াতের দ্বিতীয় বাক্যের শব্দ আম বা ব্যাপকার্থবোধক হওয়ায় গোটা উম্মাহ তা দ্বারা হাদিস প্রমাণ হওয়ার দলিল পেশ করেছেন।
এ সম্পর্কে আরও বিশদভাবে জানার জন্য ডক্টর মুস্তফা সিবায়িকৃত ألسنة ومكانتها فى التشريع الإسلامى এবং হজরত মাওলানা হাবিবুর রহমান আজমি রহ.কৃত حجيت حديث উপরন্তু হজরত মাওলানা মানাজির আহসান গিলানি রহ.কৃত তাদবিনে হাদিস অধ্যয়ন করা যেতে পারে।
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বোধ ও উপলব্ধি দান করুন। আমিন।
মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম, তজুমদ্দিন, ভোলা।
টিএ/