শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বায়ু দূষণে আবারো শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ু দূষণে ফের শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এর পরই রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।

আজ শনিবার মার্কিন গবেষণা সংস্থা এয়ার ভিজ্যুয়াল এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় বাতাসের মান ২৬৩। যা বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, দিল্লির বাতাসের মান ২৬১। এই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী।

এয়ার ভিজ্যুয়াল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরের বাতাসের মান ২১৬। এ ছাড়া ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

অন্যদিকে, দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে রয়েছে ভারতের মুম্বাই, ৬ নম্বরে কুয়েত সিটি এবং ৭ নম্বরে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। এ ছাড়া ইউক্রেনের কিয়েভ ৮ নম্বর, উজবেকিস্তানের তাসখন্দ ৯ নম্বর এবং শীর্ষ ১০টি শহরের তালিকার শেষে রয়েছে চীনের ওহান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে ঢাকার নাম অনেক বার শীর্ষ স্থানে এসেছে। মাঝখানে কিছু দিন ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হলেও আবারো অবনতি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ