শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

একদিনে সড়কে ঝরল ২৫ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় একদিনে ২৫ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইল, মানিকগঞ্জ, চট্টগ্রামসহ দেশের ৯ জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

টাঙ্গাইল: শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর‌নি নামক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে অপর একটি ট্রাক এসে ধাক্কা দিলে ছয় জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মানিকগঞ্জ: আজ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ বলেন, দুপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয়জন এবং হাসপাতালে একজন মারা যান।

ঢাকা: শুক্রবার রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। সকালে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নুর সাহিবা আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

অপরদিকে যাত্রাবাড়ীর মানিকদি এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার খলিল ইফতি (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মাগুরা: আজ মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- স্বর্ণলতা মজুমদার (২৫) সাথী মজুমদার (৩৫) এবং আহাদ আলী মোল্লা(৬০)। মৃত স্বর্ণলতা মজুমদার মাগুরা জেলার শালিখা উপজেলার থৈ পাড়া গ্রামের মিল্টন মজুমদার এর স্ত্রী এবং সাথী মজুমদার তার আপন বড়ো ভাইয়ের স্ত্রী। আজ দুপুরে মাগুরা সদরে ঠাকুরবাড়ি নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তাদেরকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

এদিকে অলি আহমেদ মোল্লা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকায় নসিমনের ধাক্কায় গুরুতর আহত হলে পরে সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া এলাকায়।

বগুড়া: বগুড়ায় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রামের রাস্তায় খেলছিল ৪ বছর বয়সী শিশু জাহিদ হাসান(৪)। এ সময় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। বেলা তিনটার দিকে বজেলারর নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে ঘটনা ঘটে। জাহিদ হাসান বেলঘড়িয়া গ্রামের ফারুক আহম্মেদের ছেলে।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে উপজেলার বানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা: ভোলার বাংলাবাজারে একটি মালবাহী ট্রলির চাপায় নিজাম উদ্দিন মিরন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসে সামনে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর: নাটোর সদর উপজেলায় ট্রাকের চাকায় আলাল ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রবণ প্রতিবন্ধী ভাই বাঁচাতে ট্রেনে কাটা পড়ে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে। বাওয়াছড়া লেকে পরিবার নিয়ে বিকেলে ঘুরতে যান নুরুল মোস্তফা। লেক ঘুরে ফেরার সময় রেল লাইনে ছবি তুলতে যান নুরুল মোস্তফার বড় ছেলে শ্রবণ প্রতিবন্ধী আবদুল মালেক (২৩)। এ সময় পেছন থেকে আসা ট্রেনের শব্দ শুনেননি তিনি। ট্রেন নিকটে চলে আসায় ভাইকে বাঁচাতে দৌঁড়ে যান বোন সুইমাইয়া আক্তার (২৩)। ট্রেনের ধাক্কায় ভাই-বোনের মাথায় আঘাত লাগলে সেখানে মৃত্যু হয় দু’জনেরই।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। যাতায়াতের পথটি অবৈধ বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ