বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


হাজরে আসওয়াদকে মূর্তি বলায় জাফরুল্লাহর নিন্দা জমিয়ত নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিবিসি নিউজের একটি টকশোতে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মূর্তি ও ভাস্কর্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে হাজরে আসওয়াদকে মূর্তি বলায় তার নিন্দা করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ বুধবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আরও বলেন, এই জ্ঞানপাপী জেনেশুনে ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হাজরে আসওয়াদকে মূর্তি বলে অত্যন্ত গর্হিত মন্তব্য করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মাওলানা মহিউদ্দিন ইকরাম আরও বলেন, সে কওমি মাদরাসার শিশুদের নিয়ে কোন ধরনের দলিল-প্রমাণ ছাড়া মানহানিকর যে মন্তব্য করেছে এ কারণে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ