শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বরিশালে মাদরাসা উদ্বোধন করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল উজিরপুর থানায় মাদরাসা উদ্বোধন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

আজ বুধবার (১৮ নভেম্বর) বরিশালের উজিরপুর থানাধীন শিকারপুর ইউনিয়নে ‘মারকাজুল কারিম শামেলা মাজেদ’ নামের একটি কওমি মাদরাসার শুভ উদ্বোধন করেন তিনি। এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা মীর সোহরাব হোসাইনসহ মাদরাসার মুহতামিম ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মাদরাসা প্রতিষ্ঠিত করার ইচ্ছা করেছিলেন সৈয়দ ফজলুল করিম রহ.। তিনি জীবদ্দশায় তা দেখে যেতে পারেননি। আমরা চেষ্টা করছি ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মাদরাসা প্রতিষ্ঠা করতে। এ সময় তিনি আশপাশ এলাকায়ও মাদরাসা প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

জানা যায়, ইসলামী যুব আন্দোলন এর সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার আহমেদ এর মাদ্রাসায় এটি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ