শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করোনার মধ্যেই ডেঙ্গুর প্রভাব: হাসপাতালে ভর্তি ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীর সঙ্গে নতুন করে মানুষের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এডিস মশা। গত বছর বর্ষা মৌসুমে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও এবার শীতের মৌসুমেও মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। বিষয়টি ভাবিয়ে তুলছে জনসাধনকে।

এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ‘দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ভর্তি আছেন ৮৪ জন।’ চলতি বছরে এখন পর্যন্ত ৮২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

-কেএল


সম্পর্কিত খবর