শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরো ১৬ জন, শনাক্ত ১৬৯৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৬৯৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬ হাজার ১০৮ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৫টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬১৬টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫২০টি। এ নিয়ে ২৪৮তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি।

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৬৯৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬ হাজার ১০৮ জনের মৃত্যু হলো।
একই সময়ে দেশে ১ হাজার ৬৪৮ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ এবং সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ