বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নবি সা. এর অবমাননার প্রতিবাদে শরীয়তপুর উলামা পরিষদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবির সা. অবমাননার প্রতিবাদে শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শরীয়তপুর জেলা শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খানের নেতৃত্বে হাজার হাজার তাওহিদী জনতার মিছিল শরীয়তপুর উত্তরবাজার হতে শুরু করে পৌরসভায় গিয়ে সমাপ্ত হয়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, শরীয়তপুর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা জালালুদ্দীন আহমাদ, আংগারিয়া উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, হাফেজ শওকত আলী, হাফেজ কেরামত আলী, মাওলানা শাব্বীর আহমাদ উসমানী, মাওলানা নাঈম আব্বাসীসহ জেলা ও থানার নেতৃবৃন্দ। পরিচালনায় ছিলেন- শরীয়তপুর উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ইদরীস কাসেমি ও মাওলানা মুঈনুদ্দীন কাসেমি।

সমাবেশে বক্তারা বলেন, মুক্ত স্বাধীনতার না‌মে যারা ইসলা‌মের বিরু‌দ্ধে কাজ কর‌ছেন তা‌দের বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌তে হ‌বে। ফ্রান্স সরকার রাসূল সা. কে অপমান ক‌রে প্রমান ক‌রে‌ছে তারা অসভ্য এক‌টি সম্প্রদায়। রাসূলের অবমাননা আমরা কখ‌নো সহ্য কর‌বো না।

সভাপতির ভাষণে মাওলানা শফিউল্লাহ খান বলেন, নবিজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। এরজন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ