শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বেফাকের তাকমীল স্তরের পরীক্ষাকেন্দ্রের জন্য আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল দাওরায়ে হাদিস মাদরাসাকে আসন্ন ১৪৪২ হি. মোতাবেক ২০২১ সনের পরীক্ষায় নিজ নিজ কেন্দ্র বহাল রাখতে বেফাক দফতরে আবেদন ফরম জমা দিতে বলা হয়েছে।

আজ ২৮ অক্টোবর বুধবার বেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিজ্ঞপ্তি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল তাকমীল (দাওরায়ে হাদীস) স্তরের মাদরাসার মুহতামিম সাহেবকে জানানো যাচ্ছে যে, বিগত ১৪৪১ হি. সনের তাকমীল পরীক্ষায় মঞ্জুরীকৃত মারকাজসমূহকে আসন্ন ১৪৪২ হি. মোতাবেক ২০২১ সনের পরীক্ষায় মারকাজ হিসেবে বহাল রাখার জন্য আল-হাইআতুল উলয়া কর্তৃক প্রেরিত মারকাজ আবেদন ফরম পূরণ করে আগামী ২০/০৩/১৪৪২হি. তারিখের মধ্যে বেফাক দফতরে পৌঁছাতে হবে।

বেফাকের ওয়েবসাইটেও আবেদন ফরমটি দেয়া আছে। বেফাকের ওয়েবসাইট: www.wifaqbd.org হতে আবেদন ফরমটি ডাইনলোড করে পরিচ্ছন্নভাবে পূরণ শেষে বেফাকের ই-মেইলে পাঠাতে হবে। বেফাকের ই-মেইল: .wifaqbd@gmail.com.

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন তাকমীল পরীক্ষায় কোনো মাদরাসা নতুন করে মারকাজের আবেদন করতে চাইলে আগামী (২ নভেম্বর), ১৫/০৩/১৪৪২ হি. তারিখের মধ্যে বেফাকের কেন্দ্রীয় দফতরে যোগাযোগ করার জন্য বলা হলো।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ