বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


‘আই লাভ মুহাম্মদ’ লেখা মাস্ক পরে কসোভো এমপির প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আই লাভ মুহাম্মদ’ (আমি মুহাম্মাদকে ভালোবাসি) লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেন কসোভোর একজন সংসদ সদস্য। তিনি ফ্রান্সে মহানবি সা. এর অবমাননার প্রদিবাদে অংশ নিতে এমন অভাবনীয় দৃষ্টানাত স্থাপন করেছেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ইমান আর রহমানি।

এমন মাস্ক পরিধান করার দুটি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবি মুহাম্মাদ সা. এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেওয়া যে, আমরা এখন মহানবি সা. এর জম্মের মাস অতিবাহিত করছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে ক্যাম্পসনে আর রহমানি লিখেন, ‘প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবি মুহাম্মাদ সা. মানবজাতির মুক্তির দূত।’

গত ১৯ অক্টোবর ফ্রান্সের ‘লি ফেগারো’ পত্রিকায় সম্প্রতি শিক্ষকের শিরশ্ছেদ ঘটনার ধারাবাহিক বিবরণী উল্লেখ করা হয়। প্রতিবেদনে চার্লি এবদো পত্রিকায় প্রকাশিত মহানবির দুটি ব্যঙ্গচিত্রের ছবি ছাপা হয়।

আর রহমানি বলেন, অবমাননাকর কাজের জন্য গাসিকে রাষ্ট্র ও জনগনের কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ তাঁর বেতন দেওয়া জনগন তাদের বিশ্বাসে আঘাত হানে এমন কাজ সমর্থন করে না। সূত্র: আনাদোলু এজেন্সি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ