বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


করোনার কারণে বিশ্ব বাণিজ্য নিম্নমুখী: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে বিশ্ব বাণিজ্য নিম্নমুখী হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আগের বছরের তুলনায় বিশ্ব বাণিজ্য শতকরা ৯ শতাংশ থেকে ৭ শতাংশে নেমে এসেছে।

আজ বুধবার জাতিসংঘ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, এ বছর তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্য গত বছরের তুলনায় সাড়ে চার শতাংশ কমেছে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নিয়ন সংস্থা আঙ্কটাড জানায়, তৃতীয় প্রান্তিকে বাসায় অফিস করার সরঞ্জাম ও মেডিক্যাল সাপ্লাই এর বিক্রি বেড়েছে। অন্যদিকে, অটোমোটিভ ও এনার্জি সেক্টরে বিক্রি আগের চেয়ে আরো কমেছে। টেক্সটাইল সেক্টরে প্রবৃদ্ধিও অনেক ভালো ছিল। করোনার কারণে চতুর্থ প্রান্তিকে আগের বছরের চেয়ে বাণিজ্যিক অবস্থা শতকরা তিন ভাগে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বছরের শুরুতে চীন ভালো ব্যবসা করতে না পারলেও দেশটি রপ্তানিতে আবারও শক্তি অবস্থানে ফিরে এসেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ