বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

বিদেশগামীদের সনদ দেবে আরও বেসরকারি ১০ ল্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা সহজ করতে আরও ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সনদ ইস্যু করতে হবে।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মহাখালীর আইসিডিডিআরবি, সোবহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, প্রাভা ডায়াগনস্টিক ও ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মহাখালীর ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি), ধানমণ্ডির ল্যাবএইড, স্কয়ার, এভার কেয়ার ও ইউনাইটেড হাসপাতাল।

ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, প্রতিষ্ঠানগুলো নিজ থেকেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেছিল। সেই প্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়েছে।

এতদিন রাজধানী ঢাকায় কেবল একটি স্থানেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ দেয়া হচ্ছিল। ঢাকা জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটের অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন সেন্টারে এ কার্যক্রম হতো।

এ ছাড়া ঢাকার বাইরে আরো ১৩টি স্থানে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ দেয়া হয়। সেগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে বিদেশগামী যাত্রীদের নমুনা দিতে হয় এবং ২৪ ঘণ্টা আগে রিপোর্ট হাতে পায় তারা। এ সময় পাসপোর্ট ও টিকেটের অনুলিপি দেয়ার পাশাপাশি দেখাতে হয় মূল পাসপোর্ট ও টিকেট।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ