শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


খেলাফত শাসনব্যবস্থাই পারে জনগনের অধিকার নিশ্চিত করতে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন,  খেলাফত শাসনব্যবস্থাই পারে জনগনের অধিকার নিশ্চিত করতে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে একথা বলেন তিনি।

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা হাজী ফারুক আহমাদ, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সহকারী মহাসচিব ফিরোজ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, ডাক্তার নেয়ামত আলী ফকির, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুর রহমান, আলহাজ আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সালাহ উদ্দিন জায়নাল, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, হাফেজ মাওলানা আবুল কাসেম রায়পুরী প্রমুখ।

বৈঠকে চলতি বছরের ২৯ নভেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিল এবং প্রতিনিধি সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারনে দেশের জনগণ চতুর্মূখী সংকটে দিন কাটাচ্ছে। ধর্ষণের উপসর্গসমূহ বন্ধ না করায় প্রতিদিন খুন-ধর্ষণের লোমহর্ষক ঘটনা বেড়েই চলছে। বর্তমানে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের ফলে স্কুল-কলেজ, রাস্তা-ঘাট এমনকি নিজ ঘরেও মা-বোনদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। অপরদিকে দেশে খাদ্যদ্রব্যের যথেষ্ঠ মজুদ থাকা সত্ত্বেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্রের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর