শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নির্বাচিত হলে জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নিবো: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট জো বাইডেন বলেছেন, নির্বাচিত হলে তিনি ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে রাখবেন না। তিনি তেল আবিবে দূতাবাস স্থানান্তর করবেন।

এর আগে গত ১মে ২০২০ এ তিনি সরিয়ে না নেয়ার পক্ষে মন্তব্য করেছিলেন। তবে এখন তিনি বলেছেন, ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে রাখার ইচ্ছা তাঁর নেই। গত বুধবার তিনি এসব কথা বলেন।

সাবেক এ ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘দূতাবাস সরিয়ে নেয়া উচিত। দূতাবাস জেরুজালেমে রাখা ঠিক হয়নি। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। আমি দূতাবাস আবার তেল আবিবে ফিরিয়ে নেব।’

জানা গেছে, ইসরায়েলে মার্কিন দূতাবাসের অবস্থান কোথায় হবে তা বহুল আলোচিত একটি বিষয়।

আর ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের একটি বড় অংশ জুড়ে আছে জেরুজালেম শহর। ইসরায়েল জেরুজালেমকে নিজেদের অবিভক্ত রাজধানী মনে করলেও ফিলিস্তিন মনে করে, ইসরায়েল শহরটি অবৈধভাবে দখল করেছে। জেরুজালেমকে তারা নিজেদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে দেখে।

এ পরিস্থিতির মধ্যেই ২০১৭ সালে ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করেন। ট্রাম্প বরাবরই নিজেকে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলপন্থী হিসেবে দাবি করে আসছেন।

সূত্র : এএফপি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ