বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রাজনীতি ছাড়ছেন মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করছেন সম্প্রতি বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া মাওলানা মাহফুজুল হক।

একটি বিশেষ শর্তসাপেক্ষে বেফাকে দায়িত্বপ্রাপ্ত হোন তিনি। শর্ত ছিলো, বেফাকের জন্য রাজনীতি ছাড়তে হবে তাঁকে। সে মোতাবেক আগামী শনিবার ১০ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে বসবে নির্বাহী কমিটির বৈঠক। সেখানে দলটির বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হক দায়িত্ব ছেড়ে পদত্যাগপত্র জমা দিবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর এ পদে আসবেন নতুন মুখ। তবে কে হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আগামী দিনের মহাসচিব সে নিয়ে গুঞ্জন চলছে সারাদেশে। ধারণামতে এ পদে আসতে পারেন বাংলাদেশ খেলাফত মজলিসের আটজন যুগ্ম মহাসচিব থেকে যে কোনো একজন। তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কুরবান আলী প্রমুখ।

তবে এর মধ্যে প্রথম যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নাম শোনা যাচ্ছে সবার মুখে মুখে। তবে দলটির মহাসচিবের চেয়ারে কে বসবেন তা চূড়ান্তভাবে জানা যাবে শনিবার নির্বাহী কমিটির বৈঠকের পর।

মাওলানা আতাউল্লাহ আমিন জানান, আগামী শনিবারের নির্বাহী কমিটির মিটিংয়ে যিনি দলের মহাসচিব নির্বাচিত হবেন তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ ফোরাম মজলিসে শূরা বা আমেলা কমিটির মিটিং রয়েছে। সেখানে অনুষ্ঠিত হবে দলের কাউন্সিল। এরপর ডিসেম্বরের কাউন্সিল পরবর্তী ঠিক হবে দলের মূল নেতৃত্ব।

বর্তমানে দলটির সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা ইসমাঈল নূরপুরী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ