শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আল্লামা নূর হোসাইন কাসেমী বেফাকের সিনিয়র সহ-সভাপতি মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ>
নিউজরুম এডিটর

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। মনোনীত হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি। মনোনীত হয়েছেন বারিধারা মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একাধিক সূত্রে আমরা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছি। গঠনতন্ত্র মোতাবেক বেফাকের সিনিয়র সহ-সভাপতির পাশাপাশি তিনি কওমি মাদরাসা শিক্ষা সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর ভারপ্রাপ্ত কো-চেয়াম্যানের দায়িত্বও পালন করবেন।

জানা যায়, নব মনোনীত বেফাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এর প্রস্তাবে সিনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয় আল্লামা নূর হোসাইন কাসেমীকে। এর আগে আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে বেফাকের সভাপতি নির্বাচন করা হয়।

জানা যায়, এর আগে বেফাকের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুল কুদ্দুস পদত্যাগপত্র জমা দেন। তারপরই নব নির্বাচিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান প্রস্তাব দিলে অন্যান্য আমেলা সদস্যগণ তা মেনে নেন।

ব্যালটবাক্স নির্বাচনে ‘নির্বাচন কমিশনার’ ছিলেন তিনজন। তারা হলেন, বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।

এর আগে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে আজকের আমেলা বৈঠক শুরু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টারে’ এ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রথম ধাপের সভাপতিত্ব করেছেন আল্লামা আব্দুল কুদ্দস। জানা যায়, বৈঠকের শুরতেই বেফাকের সাবেক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আল্লামা মাহমুদুল হাসান সভাপতি নির্বাচিত হওয়ার পর সমাপনী পর্বে সভাপতিত্ব করেছেন তিনি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বাংলাদেশ কওমি মাদরাসার শিক্ষাবোর্ড (বেফাক)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকের এ পর্যন্ত সভাপতি ছিলেন মাত্র চারজন। সর্বশেষ সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. গত ১৭ সেপ্টেম্বর ইন্তেকালের পর শূন্য হয়ে যায় সভাপতির পদটি। আজ সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ হলো এ শূন্যপদ। বেফাকের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুল কুদ্দুসের পদত্যাগের পর সে পদও পূর্ণ হলো। নির্বাচিত হলেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

কওমি শিক্ষাব্যবস্থার ব্যাপক মানোন্নয়ন, শিক্ষকদের জন্য সার্ভিস রোল তৈরি, কওমি শিক্ষা সনদের বাস্তবিক রূপরেখা তৈরি, তরুণ আলেমদের কর্মসংস্থান বৃদ্ধি, প্রতিযোগিতার মাঠে বেফাককে সর্বদায় অগ্রগামী রাখার নানাবিধ চিন্তাসহ অনেক চ্যালেঞ্জের মুখে পড়বেন নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

এর আগে বেফাকের প্রায় ১৫ বছরের সভাপতি ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.। এই প্রথম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছাড়া কোনো আমেলা বৈঠক অনুষ্ঠিত হলো। তাই তার অনুপস্থিতি সকল আমেলা সদস্যকে শোকাহত করে তুলেছিলো। বৈঠকে তার জন্য বিশেষ দোয়াও করা হয়েছে বলে জানা গেছে।

গত ২২ সেপ্টেম্বরে বেফাক অফিসে খাস কমিটির বৈঠকে আমেলা বৈঠকের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, কওমি মাদরাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ ফোরাম ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর গঠনতন্ত্র মোতাবেক বেফাকের সভাপতি যিনি হবেন তিনিই হবেন আল-হাইয়াতুল উলইয়ার সভাপতি। ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি যিনি হবেস তিনিই হবেন আল হাইয়াতুল উলইয়া কো-চেয়াম্যান। সে হিসেবে বেফাকের শূন্যপদ নির্বাচনের মাধ্যমে খালি হওয়া আল হাইয়াতুল উলইয়ার শূন্যপদও আজ পূর্ণ করা হলো।

আল্লামা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আল্লামা নূরুল ইসলাম জিহাদী, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আব্দুল হক, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, নুর আহমদ কাসেম, মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢালকানগরের মাওলানা জাফর আহমদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, বরিশালের মাওলানা উবায়দুর রহমান মাহবুব, আরজাবাদের মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জামিয়া সাহাবানিয়ার মাওলানা নেয়ামাতুল্লাহ, মাদারীপুরের মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা নূরুল আমিন, মাওলানা কেফাযেতুল্লাহ আজহারী, মাওলানা মুবারাকুল্লাহ, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ