শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফরিদপুরের বিখ্যাত হাফেজ ‘হাফেজ কবির আহমদ‘ এর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফরিদপুর জেলার স্বনামধন্য ও বিখ্যাত হাফেজে কোরআন ‘হাফেজ কবির আহমাদ‘ ইন্তেকাল করেছেন। আজ সোমবার সকালে তার এক আত্মীয় তার মৃত্যুর খবর জানান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর জেলা জমিয়তের সহসভাপতি এবং আশরাফুল উলুম মাদরাসা-ফরিদপুরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। হিফজ বিভাগে শিক্ষকতার জন্য তার জেলাব্যাপী অনেক সুনাম ছিল।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
আজ (২১ সেপ্টেম্বর) সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম হাফেজ কবীর আহমদের জন্য মহান আল্লাহর শাহী দরবারে বিনীত ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন তাঁর এই মুখলিস দ্বীনের দায়ী ও আলেম বান্দাহকে মাগফিরাত দান করে নিজ রহমতের শীতল চাদরে আবৃত করে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নেন। মরহুমের ইন্তিকালে জমিয়তে উলামায়ে ইসলামে সকল নেতাকর্মী শোকাহত।

শোকবার্তায় জমিয়ত মহাসচিব ফরীদপুর জেলা জমিয়তের শোকাহত নেতাকর্মী’সহ মরহুম হাফেজ কবীর আহমদের অগণিত ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের সকলের সবরে-জামিলের জন্য দোয়া করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ