বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


তাকমিল পরীক্ষার অনিয়ম রোধ: মাঠে থাকবে পর্যবেক্ষণ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী রবিবার ২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে তাকমিলের কেন্দ্রীয় পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সকল সমস্যার সমাধানে মাঠে থাকবে একটি শক্তিশালী পর্যবেক্ষণ টিম। সাত সদস্যদের এই উচ্চ ক্ষমতা সম্পন্নটিমে থাকবেন বেফাকসহ অন্যান্য বোর্ডের নেতৃবৃন্দ।

জানা যায়, সাত সদস্যের টিমে আছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বোর্ডের চেয়াম্যান ও আল হাইয়াতুল উলইযা লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর সদস্য মুফতি রুহুল আমিন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসার প্রিন্সিপাল ও আল হাইয়াতুল উলইযা লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর সদস্য মাওলানা মাহফুজুল হক, জামিয়া আরাবিয়া আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও আল হাইয়াতুল উলইযা লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর সদস্য মুফতি মুহাম্মদ আলী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসার প্রধান মুফতি, মুফতি এনামুল হক, ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, হাইয়াতুলের সদস্য মুফতি নুরুল আমিন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়া কওমিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাইল বরিশালী ও সংস্থাটির অফিস সম্পাদক সম্পাদক মাওলানা ওসিউর রহমান।

এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে কোন সমস্যার সম্মুখীন হলে অফিসকে জানানোর অনুরোধ করেছেন হাইয়া কর্তৃপক্ষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ