বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

করোনা রোধে বহিরাগতদের প্রবেশ সীমিত করলো দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

করোনা রোধে ভারতের ঐতিহ্যবাহী ইসলামি ইলমি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুুধবার দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দারুল উলুম দেওবন্দ মাদরাসার সবধরণের শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। সরকারের বিধি মুতাবেক মাদরাসায় অবস্থানরত শিক্ষার্থীদের স্বাস্থ সুরক্ষায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। কারণ বহিরাগতদের দ্বারা করোনার মত মহামারীতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের পক্ষ থেকে যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত মাদরাসা ও মাদরাসা মসজিদে বহিরাগতদের প্রবেশ বন্ধ রাখতে হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে ৫২ লক্ষ অতিক্রম করল ভারত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৬,৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১১৭৪ জন। দেশে এই মুহুর্তে অ্যাক্টিফ রোগীর সংখ্যা ১০,১৭,৭৫৪। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪১,১২,৫৫২ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩,৩৭২ জন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ