শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

গতকাল শনিবার কাতারের দোহায় শুরু হওয়া শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান আফগান সরকারের প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে তিনি বলেন, যুদ্ধে কেউ জয়ী হবে না। এদিকে অনুষ্ঠানের আরেক বক্তা তালেবান প্রতিনিধি দলের মুখপাত্র মোল্লা আবদুল গানি বারাদার যুদ্ধবিরতির ব্যাপারে কিছু না বললেও আফগানিস্তানকে ইসলামী আইনে রাখার ওপর জোর দেন।

এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কঠোর শ্রম আর ত্যাগের পর এই বৈঠক শুরু হয়েছে। তাই পুরো বিশ্বই এই আলোচনার সাফল্য কামনা করে। শনিবার শান্তি আলোচনার মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে ২১ জন সদস্য এই আলোচনায় অংশ নিচ্ছেন।

অন্যদিকে তালেবানের পক্ষে রয়েছে দলের দুই শীর্ষ নেতা মৌলভী আবদুল হাকিম ও হায়বাতুল্লাহ আখুনজাদার ঘনিষ্ঠ সহযোগী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ