বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ভারতে তিনটি ভ্যাকসিনের পরীক্ষা চলছে: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিনের বিভিন্ন ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লির লাল কেল্লায় আজ শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভাষণে এ কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কীভাবে কম সময়ে ও স্বল্পমূল্যে প্রত্যেক ভারতীয়দের ঘরে করোনা ভ্যাকসিন পৌঁছানো যায়, সেই রূপরেখা তৈরি রেখেছে সরকার। ভারতে একটি বা দুটি নয়; বরং তিনটি ভ্যাকসিনের বিভিন্ন ধাপে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। বিজ্ঞানীরা এ বিষয়ে সবুজ সংকেত দেওয়ার পরই, বড় পরিসরে শুরু হবে উৎপাদন।’

চলমান করোনা পরিস্থিতি সম্পর্কে মোদি বলেন, ‘আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মহামারির আতঙ্কেই আজ আমরা লাল কেল্লার এই অনুষ্ঠানে কোনো শিশুকে দেখতে পাচ্ছি না। পুরো জাতির পক্ষ থেকে, আমি সমস্ত করোনা যোদ্ধাদের তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক এবং নার্সরা, প্রত্যেকে জাতির সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন।’

দেড় ঘণ্টার ভাষণে দেশের প্রতিরক্ষা নিয়েও কথা বলেন মোদি। তিনি বলেন, ‘এলওসি (LOC) থেকে এলএসি (LAC) ভারতের সার্বভৌমত্বের দিকে যারাই চোখ তুলে তাকিয়েছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে সেনারা।’

মোদির দাবি, সীমান্তে সন্ত্রাস বা বিস্তারবাদ যেটাই হোক না কেন, দুটোর বিরুদ্ধেই লড়াইয়ের সক্ষমতা রাখে ভারত।

-এটি


সম্পর্কিত খবর