শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চার মাস পর হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় চার মাস বন্ধ থাকার পর শুরু হলো হাইকোর্ট বিভাগের নিয়মিত কার্যক্রম।

মামলা শুনানি ও নিষ্পত্তি করতে স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টের ১৮টি নিয়মিত বেঞ্চ ও ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে আজও আপিল বিভাগে ভার্চুয়াল কার্যক্রম চলবে।

শারীরিক উপস্থিতিতে নিয়মিত ১৮টি বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত এবং পাঁচটি একক বেঞ্চ। আর, ভার্চুয়াল ৩৫টি বেঞ্চের মধ্যে দ্বৈত বেঞ্চ ২৪টি, আর একক বেঞ্চ ১১টি।

দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে দুই সপ্তাহের ছুটি শুরু হয়।

২৮ মার্চ আদালত খোলার কথা থাকলেও করোনা সংক্রমণ রোধে ২৫ মার্চ দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান বিচারপতি। পরে জরুরি জামিন শুনানি নিষ্পত্তির জন্য ভার্চুয়াল আদালত চালু হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ