শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মেজর সিনহার মৃত্যু তদন্তে সাত দিন সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মুহা. রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও সাত কর্মদিবস বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, তদন্ত কমিটি সময় বাড়ানোর জন্য আবেদনের প্রেক্ষিতে আরও সাত কর্মদিবস বাড়ানো হয়েছে, যা শেষ হবে ২৩ অগাস্ট।

মাঝে বন্ধ থাকায় হিসেব করে ২৩ আগস্ট পর্যন্ত তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

গত ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে রাশেদ নিহত হন। তার বোনের দায়ের করা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। প্রদীপসহ তিন কর্মকর্তাকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব।

এই ঘটনা তদন্তে ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরদিন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়, সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ