শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নাইজারে বন্দুক হামলায় ৬ ফরাসি পর্যটক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজারে বন্দুকধারীদের গুলিতে ফ্রান্সের ছয়জন পর্যটকসহ ৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চল কৌরে এ ঘটনা ঘটে।

গতকাল রোববার এএফপি জানায়, নিহত বাকি দুইজন হচ্ছেন ফরাসি নাগরিকদের গাইড ও গাড়িচালক।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল তিলাবেরির গভর্নর তিজানি ইব্রাহিম কাতেইলা এ ঘটনা নিশ্চিত করেন। এ হামলার সঙ্গে কারা জড়িত, এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছি। পরবর্তীতে আমরা আরও বেশি এ সংক্রান্ত তথ্য দিব।

এক সূত্রে জানা যায়, নিহতরা গুলিতে বিদ্ধ হয়েছেন। মোটরবাইক করে বন্দুকধারীরা এসে ফরাসি নাগরিকদের গাড়িতে হামলা চালায়। তবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, পশ্চিম আফ্রিকায় প্রভাব বিস্তারকারী আল কায়েদা বা আইএস এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এ দিকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ছয়জন ফরাসি নাগরিক হত্যার ঘটনা তারা অনুসন্ধান করে দেখছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ