শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

সিলেটে মাদরাসা ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল: সিলেটের গোয়াইনঘাটে দারুস সালাম দারুল হাদীস লাফনাউট (মহিলা) মাদরাসার দাওরায়ে হাদীসের (সমাপনী ক্লাসের) ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির বিচারের দাবীতে লাফনাউট বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন করে মাদরাসার আসসালাম ছাত্র সংসদ।

আজ ০৯ আগস্ট (রবিবার) সকাল ১০টা থেকে এ মানববন্ধন পালিত হয়।

কারী ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও মাদরাসার ছাত্র হাফিজ এহসান উল্লাহের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আয়্যুবুর রহমান, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মইন উদ্দিন, মাওলানা ইজ্জত উল্লাহ, মুহসিন আহমেদ, মামুনুর রশীদ, রহমত উল্লাহ, হাফিজ জসিম উদ্দিন, আনিসুর রহমান, বিলাল আহমদ রাসেল প্রমুখ।

মানববন্ধনে বিক্ষুব্ধ ছাত্রজনতা দাবী জানায়, ধর্ষণকারী হাতিম আলীর পুত্র জহির উদ্দিন (২৮), মৃত মুসলিমের পুত্র শরিফ উদ্দিন (২৯) ও মোহাম্মদের পুত্র ইকবাল হোসেন (৩০)সহ তার সহায়কদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।

জানা যায়, গত ০৩ আগস্ট (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে মাদরাসার ছাত্রী উপজেলার আলীরগাঁও ইউনিয়নের রাউতগ্রাম থেকে কোওরবাজার (নানাবাড়ি) যাওয়ার পথে ধর্ষক জহির উদ্দিন ও তার সহায়কদের নিয়ে রাউতগ্রাম মসজিদের দক্ষিণে অবস্থিত সালামের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর প্রায় অর্ধ কিলোমিটার দূরে ধর্ষক তার নিজ ঘরে আটকে রেখে ধর্ষণ করে। অপরদিকে তার সহায়করা ধর্ষিতার মা ও তার বোনকে হাত বেঁধে আটকে রাখে।

মানববন্ধনের শেষদিকে প্রশাসনের লোকজন এসে এর সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ