শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বায়তুল মোকাররম মসজিদে হবে ঈদের ৬ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ ঝুঁকিতে জাতীয় ঈদগাহে ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত না হলেও স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৬ টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এ জামাতের ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর পর্যায়ক্রমে জামাত হবে সকাল ৭ টা ৫০ মিনিটে, সকাল ৮ টা ৪৫, সকাল ৯ টা ৩৫ মিনিট ও সকাল সাড়ে ১০ টায়। ষষ্ঠ ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১ টা ১০ মিনিটে।

এছাড়াও রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীর প্রতিটি মসজিদে হবে ঈদের জামাত। এদিকে, করোনা পরিস্থিতির কারণে গত ঈদুল ফিতরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে না ঈদের জামাত।

-এটি


সম্পর্কিত খবর