শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আরাফাতের দিন উপলক্ষে শাইখুল আজহারের আবেগঘন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সাধারণ হিসেবে স্থানীয়ভাবে চাঁদ দেখে তারিখ নির্ধারণে বাংলাদেশে পবিত্র আরাফাতের দিন আগামীকাল শুক্রবার। ধর্মীয়ভাবে মুসলমানদের নিকট এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরাফাতের এই বিশেষ দিন উপলক্ষে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের জামিয়াতুল আজহারের গ্র‍্যান্ড ইমাম ও শায়খ ডক্টর আহমাদ আত তাইয়িব। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বার্তাটি বাংলায় ভাষান্তর করা হলো-

'বরকত বিবেচনায় আরাফাতের দিনটি বিশ্বের অন্যতম সেরা একটি দিন। এতে রহমত ও করুণা অবতীর্ণ হয় এবং আল্লাহ তায়ালা আরাফাতের লোকদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। সুতরাং আসুন, আমরা এই দিনের ফজিলত ও গুণাবলি অর্জন করি, জিকিরের মাধ্যমে, দোয়া ও নামাজ পড়ে, রোজা রেখে, বেশি পরিমাণ আল্লাহর আনুগত্য করে এবং দরিদ্র ও অভাবীদের আনন্দ দানের মাধ্যমে।'

'হে আল্লাহ! এই দিনে আমাদের গোনাফ মুছে দিয়ে ক্ষমা করুন, অসুস্থতা দূর করে সুস্থ করুন, মৃতদের করুণা দান করুন এবং অভাবীদের অভাব পূরন করুন ইয়া আরহামার রাহিমিন!'

উল্লেখ্য, এই দিন তথা জিলহজের ৯ তারিখে রোজা রাখার একাধিক ফজিলত হাদিস শরিফে বর্ণিত আছে। প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আশা করি আরাফাতের দিনের রোজার বদলায় আল্লাহ তায়ালা বিগত ১ বছরের ও পরবর্তী ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। (সহীহ মুসলিম ও তিরমিযী, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৫৮)।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ