শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সৌভাগ্যের বিদায়: নামাজরত অবস্থায় মিসরীয়র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মিসরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইবরাহিম জুমাইয়ি নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশটির আল বাহরুল আহমার জেলার আল কাওসার এলাকার একটি মসজিদে নামাজ আদায় করার সময় তিনি ইন্তেকাল করেন।

চলতি মাসের ২০ তারিখে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইবরাহিম জুমাইয়ির নিকটাত্মীয় সাইয়েদ রাজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও শেয়ার করে তিনি এই খবর নিশ্চিত করেন।

ভিডিওতে দেখা যায়, নামাজরত অবস্থায় ক্লান্তি অনুভব করলে ইবরাহিম জুমাইয়ি জমিনে পড়ে যান এবং এতেই তার ইন্তেকাল হয়।

সাইয়েদ রাজি জানান, মসজিদের প্রথম কাতারে নামজ পড়ার জন্য তিনি বাসা থেকে দ্রুত মসজিদে আসেন। ফলে ক্লান্তি অনুভব করলে তিনি মাটিতে পড়ে যান এবং ইন্তেকাল করেন।

https://www.facebook.com/ElBaladOfficial/videos/313097539802038/?t=37

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই মৃত্যুকে ঈর্ষণীয় আখ্যায়িত করছেন অনলাইন এক্টিভিস্টগণ। এদের অনেকেই মহান আল্লাহর নিকটএমনই সৌভাগ্যের বিদায় কামনা করেন। সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ