শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১০ আগস্টের মধ্যে ‘প্রবাসীদের’ আমিরাত ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আগস্টের ১০ তারিখের মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ ওই সময়ের পর আমিরাতে অবস্থান করে তাহলে তাকে জরিমানা করা হবে।

আরব নিউজের বরাতে জানা যায়, আমিরাতে বসবাসরত যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তাহলে উপযুক্ত জরিমানাসহ শাস্তি দেয়া হবে।

এর আগে আমিরাত সরকার এক সিদ্ধান্তে জানিয়েছিল, যাদের ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে, তারা ডিসেম্বর পর্যন্ত ভিসা নবায়নের সুযোগ পাবে।

কিন্তু গত সপ্তাহে এক ঘোষণায় তারা সেই সিদ্ধান্ত বাতিল করে। এর ফলে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ভিসার সুযোগ বাতিল হয়ে যায়। নতুন ঘোষণায় বলা হয়, যাদের ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে তাদের আগামী ১০ আগস্টের মধ্যে সংযুক্ত আমিরাত ত্যাগ করতে হবে।

এ সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহের জন্য আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজেনশিপের ওয়েবসাইটে খোঁজ নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ