বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আয়া সোফিয়া মসজিদ নিয়ে তুরস্ককে সমর্থন রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর নিয়ে বহির্বিশ্বের কিছু অমুসলিম দেশ তুরস্কের সমালোচনা শুরু করেছে, তবে এই সমালোচনাকে বৈধ মনে করছে না বিশ্বের অন্যতম একটি পরাশক্তি রাষ্ট্র রাশিয়া।

তারা মনে করে- আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর তুরস্কের একান্তই অভ্যন্তরীণ বিষয়- এতে কারো হস্তক্ষেপ করা উচিৎ নয়।

স্থানীয় সময় গতকাল সোমবার (১৩ জুলাই) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ভারশিনিন একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আয়া সোফিয়া ঘিরে বিশ্বে ব্যপক আলোচনা হচ্ছে, আসলে আমরা যে পরিস্থিতি পার করছি- এসময়ে তুরস্কের অভ্যন্তরীণ এই বিষয় নিয়ে কথা চালাচালি সমীচীন মনে করছিনা। রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্রের চুপ থাকা উচিত।

উল্লেখ্য, আগামী ২৪ জুলাই শুক্রবার থেকে আয়া সোফিয়ায় আবার আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত আজান ও নামাজ চালু হবে। সূত্র: ডেইলি সাবাহ আরবি

-এএ


সম্পর্কিত খবর