বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


লাজ ফার্মায় র‌্যাবের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাজ ফার্মার রাজধানীর কাকরাইল শাখায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে অনুমোদিত ও রাজস্ব ফাঁকির ওষুধ জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে এ সরকারের অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন লাগেজ পার্টির মাধ্যমে আমদানির অভিযোগে অভিযান চালায় র‍্যাব। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ, অননুমোদিত ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। তিনি জানান, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ, তা সরকার নির্ধারণ করেছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রয়েছে রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও।

কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় আমরা দেখতে পেয়েছি, বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত করা হয়েছে, যার রাজস্ব পরিশোধের নথি কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। এর অধিকাংশই তারা আমদানি করেছেন লাগেজ পার্টির মাধ্যমে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর