শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘করোনা পরিস্থিতিতে মানুষ মানবেতর জীবন যাপন করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে দেশের মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। রোববার এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে না। অপরদিকে মেডিকেল কলেজ ও সরকারি বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহ না করেই অনৈতিকভাবে বিল গ্রহণ করা হচ্ছে এবং উন্নতমানের যন্ত্রপাতির মূল্য গ্রহণ করে নিম্মমানের ও নকল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। ঢাকা মেডিকেলের ডাক্তারদের খাবার বিলের ঘটনা আমাদের দেশের জন্য লজ্জাজনক। এর দায়-দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারে না। সরকারি পৃষ্ঠপোষকতায় ঠিকাদারদের সিন্ডিকেট। এ সিন্ডিকেটকে ভাঙ্গতে না পারলে দুর্নীতির করাল গ্রাস থেকে জাতি মুক্তি পাবে না।

-এএ


সম্পর্কিত খবর