শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘চলুন এক মিনিটে নবীজীর সা, একটি বক্তব্য শুনে আসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা সাইমুম সাদী।।

কিয়ামতের দিন একজন লোককে আল্লাহর সামনে আনা হবে। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলো, তুমি আমার জন্য কী সওয়াব কামাই করেছ?

সে বলবে, হে আল্লাহ! আমি একটি অণু পরিমাণ সওয়াবের কাজও করতে পারিনি যার প্রতিদান আমি আজ আপনার কাছে চাইতে পারি।

আল্লাহ তাআলা তাকে আবার একই কথা জিজ্ঞেস করবেন এবং সে একই উত্তর দিবে। আল্লাহ তাআলা তাকে আবারও জিজ্ঞেস করবেন।

এবার লোকটি বলবে, হে আল্লাহ! একটি সামান্য আমলের কথা মনে পড়ছে। আপনি দয়া করে কিছু সম্পদ আমাকে দিয়েছিলেন। আমি ব্যবসা করতাম। লোকেরা আমার কাছ থেকে কর্জ নিত।

কিন্তু আমি যখন দেখতাম এই লোকটি দরিদ্র এবং পরিশোধের নির্ধারিত সময়ে সে কর্জ পরিশোধ করতে পারছে না তখন আমি তাকে আরও কিছুদিন অবকাশ দিতাম। ধনীদের উপরও পীড়াপীড়ি করতাম না। অত্যন্ত দরিদ্র ব্যক্তিকে ক্ষমাও করে দিতাম। আল্লাহ আমার এই ছোট্ট আমল ছাড়া কিছুই মনে পড়ছেনা।

তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার বান্দাদের জন্য কর্জ পরিশোধ সহজ করে দিয়েছিলে, তাহলে আমি তোমার পথ সহজ করবা না কেন? আমি তো সর্বাপেক্ষা বেশি দানশীল ও দয়ালু। যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি জান্নাতে চলে যাও।

(ফাতহুল বারি ৬/৫৭০, মুসলিম শরিফ ৩/ ১১৯৫, সুনানে ইবনে মাজাহ ২/৮০৮)

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ