শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে কূয়ায় পড়ে মিসরীয় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ঘুড়ি ওড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে কূয়ায় পড়ে হিসাম মুহাম্মাদ বারঈ (১২) নামের মিসরীয় একটি শিশু ইন্তেকাল করেছে। ১০ মিটার গভীর ওই কূপে পতিত হওয়ার কিছুক্ষণ পরেই তার ইন্তেকাল হয়। শিশুটি পরিবারের সঙ্গে উত্তর-পূর্ব মিসরের ইসমাইলিয়্যাহ জেলার আত তিল্লুল কাবির শহরের বাসিন্দা।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) মিসরের একাধিক গণমাধ্যম সূত্রে আল জাজিরা আরবি এই খবর নিশ্চিত করেছে।

বিস্তারিত খবরে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যমটি জানায়, প্রত্যক্ষদর্শীদের মতে-বাসার ছাদে ঘুড়ি নিয়ে খেলতে খেলতে শিশুটি ভারসাম্যহীন হয়ে নিচে পড়ে যায়, ঘটনাক্রমে বাসার নিচেই ছিল একটি গভীর কূয়া। কূয়ায় পড়ার অল্প কিছুক্ষণ পরে সে মারা যায়।

উল্লেখ্য, ঘুড়ি ওড়ানো শিশু কিশোরদের জনপ্রিয় একটি খেলা হলেও সাম্প্রতিক সময়ে করোনায় ঘরবন্দী বড়রাও এই খেলায় মেতে ওঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যায়- মিসর, সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চলতি বছর যেন ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু হয়েছে। সূত্র: আল জাজিরা মুবাশির

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ